সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা উদ্ধার ও মোসাঃ আকলিমা বেগম নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যাবসায়ী আকলিমা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল মীরের স্ত্রী। পুলিশ সুত্রে, গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানার ওসি আল-মামুন এর নির্দেশনায় মঙ্গলবার (২২-নভেম্বর-২০২২ ইং) তারিখ এস, আই রফিকুল ইসলাম, এ,এস,আই মহিউদ্দিন, এ,এস,আই মিজান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বাউফল পৌরসভার ৯ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে গাজীবাড়ির রাসেল গাজীর বসত ঘরের ভিতর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় নারী মাদক কারবারি আকলিমাকে আটক করতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী মোঃ রাসেল মীর পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন, আটককৃত আসামি আকলিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।