বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৫১ কেজি কচ্ছপের হাড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে বিজিবির একটি টহল দল ভোলাহাট বিওপির আওতাধীন ১৯৮/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুটানি বাজারে দুই চোরাকারবারীকে দেখতে পায়।
এসময় টহল দল তাদের ধাওয়া করলে তারা দু’টি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই বস্তায় ৫১ কেজি কচ্ছপের হাড় পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে এদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন, সেজন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে।