মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য যুগান্তরের সাংবাদিক কথিত ভারাটে সন্ত্রাসী বাহিনী নিয়ে যুগান্তর দক্ষিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও এসএ টিভির জেলা প্রতিনিধি এসএম জহিরের উপর অতর্কিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর আয়োজনে ১১’আগস্ট বেলা ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে জেলা প্রেসক্লাব পটুয়াখালী, মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখা, পটুয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও পটুয়াখালী রিপোটার্স ক্লাব সকল সাংবাদিক অংশ গ্রহন করেন।
এসময় জেলা প্রেসক্লাবের সভাপতির বক্তব্যে বলেন, গত ৯ আগস্ট প্রেসক্লাব পটুয়াখালীর সদস্য কথিত সাংবাদিক বিলাশ দাস নিজে ও ভারাটে সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও এসএম জহিরের উপর অতর্কিত হামলা চালায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।