কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম। সোমবার শেষ বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপার’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সন্মাননা প্রদান করা হয়। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম বিজয়ী এ কর্মকর্তাকে সন্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন। এ সময় পটুয়াখালী জেলা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম পটুয়াখালীর কলাপাড়া থানায় ২০২১ সালে যোগদান করে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম বলেন, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মো.জসিমকে পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও বলেন, এই কৃতিত্ব তার কর্মতৎপরতা আরও বৃদ্ধি করবে বলে আশা করছি।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া