রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
এস এল টি তুহিন: বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নের ৫৬নং পশ্চিম ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ (১৬ এপ্রিল) শনিবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের স্বাক্ষরিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রী অভিভাবক এবং পুনরায় ম্যানেজিং কমিটি কে সাথে নিয়ে মনোনয়ন পত্র বিতরন করার জন্য নোটিশের মাধ্যমে সবাইকে অবগত করা হয়। গত ১২ তারিখে প্রিজাইডিং অফিসার এস এম জাহিদুল হক, প্রধান শিক্ষক ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকার সাধারন মানুষের সম্মুখে মনোনয়নপত্র বিতরন করা হয়।
মনোনয়নপত্র ১০টি বিক্রি করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আট জন ১। আবদুল জব্বার সন্যামত ২। নাসির কাজী ৩। শাহজাহান খান ৪। শাহজালাল ৫। জান্নাত আরা এমি ৬। কুলসুম ৭। নাজমা ৮। মোসাঃ ইসরাত জাহান। প্রাথমিক বিদ্যালয়ের মনোনয়নপত্র দাখিল করার সময় ৬নং ফরিদপুর ইউনিয়ন ভাতশালা ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনসার সন্যামত,মোঃ রানা সন্যামত সাংবাদিক,ফারুক সন্যামত,সাইফুল সন্যামত, খবির সন্যামত,আজাহার আলী সন্যামত,রেজা সন্যামত,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এলাকা সূত্রে জানা যায় পশ্চিম ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকার সাধারন জনগণ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তাদের একটাই দাবি বিদ্যালয় একটি ভালো ম্যানেজিং কমিটি হলে প্রতিষ্ঠান ভালো চলবে আমাদের ছেলে মেয়ে ভালো লেখাপড়া করতে পারবে।