রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে অপসো স্যালাইন চাকুরীচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃক ভূমিহীন ১৩৬ পরিবারের পুনর্বাসন এবং ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৫” উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশের পরিবর্তে জালিয়াতির মাধ্যমে ২ একর জমির দলিল,  আটক-১ গলাচিপায় মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে আভাসের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা সর্ম্পন্ন উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন উপকূল দিবসের দাবীতে৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন বরিশাল কারাগারে ফ্যাসিস্ট দুই কর্মকর্তার ছত্রছায়ায় চলছে অনিয়ম দুর্নীতি মহিপুরে ৩৭ কেজির এক ‘কালো পোয়া’ বিক্রি একলক্ষ ১১ হাজার পাখি শিকার করে লাইভে রান্না, যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ড কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাউফলে কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ কলাপাড়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ম/র/দে/হ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য সভাপতি মোহসীন, সম্পাদক বিপু।কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার হলো শিবু লাল দাস

অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার হলো শিবু লাল দাস

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ অপহর‌ণের ২৪ ঘণ্টা পর পটুয়াখালীর বি‌শিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস‌ ও তার গাড়ির চালক মিরাজ‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সা‌ড়ে ১০টার দি‌কে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে অক্ষত অবস্থায় তা‌দের‌ দুইজন‌কে উদ্ধার করা হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেন সদর ডি‌বি ও‌সি মো. শাহজাহান মিয়া।

মো. শাহজাহান মিয়া জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় দিনভর অভিযান চা‌লি‌য়ে ওই স্থানকে চিহ্নিত করা হয়। প‌রে তল্লা‌শি চা‌লি‌য়ে তা‌দের দুইজন‌কে উদ্ধার করা হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা এবং অসুস্থ অবস্থায় তাদেরকে ওখা‌নে পাওয়া যায়। পুলিশ সুপার মোহাম্মদ শ‌হিদুল্লাহ জানান, ব্যবসায়ী শিবু লাল দাস‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। প্রাথ‌মিক চি‌কিৎসার জন্য তাকে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বিস্তা‌রিত প‌রে জানানো হ‌বে।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দি‌কে গলা‌চিপা উপ‌জেলার হ‌রি‌দেবপুর খেয়াঘাট থে‌কে নিজ গাড়িতে ক‌রে পটুয়াখালী শহ‌রের পুরানবাজারস্থ নিজ বাসার উ‌দ্দে‌শে রওয়ানা হন শিবু দাস। প‌রে রাত ৯টা থে‌কে ১০টা পর্যন্ত যে‌কোনো সম‌য়ে শিবু লাল দাস‌কে অপহরণ করা হয়।

রাত ২টার দি‌কে তার ব্যবহৃত ফোন দি‌য়ে স্ত্রী বিউ‌টি দাস‌কে ফোন দি‌য়ে ২০‌ কো‌টি টাকা মু‌ক্তিপণ দাবি করা হয়। এরপর বিষয়‌টি প্রশাসন‌কে জানা‌নো হ‌লে ওই রাত থে‌কে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত জেলার বি‌ভিন্ন স্থা‌নে পু‌লিশ সাঁড়া‌শি অ‌ভিযান চা‌লি‌য়ে শহ‌রের কাজীপাড়াস্থ এস‌পি কম‌প্লে‌ক্সের আন্ডারগ্রাউন্ড থে‌কে উদ্ধার ক‌রা হয়।

ত‌বে ওই ভব‌নের আন্ডারগ্রাউ‌ন্ডে শিবু কিভা‌বে আস‌লো এবং এ ঘটনার সা‌থে কে বা কারা জ‌ড়িত সে বিষয়ে পু‌লিশ তাৎক্ষ‌ণিকভা‌বে কিছুই জানায়‌নি। প্রসঙ্গত, এস‌পি কমপ্লে‌ক্সের মা‌লিক শহ‌রের প্রথম শ্রেনীর ঠিকাদার ও ব্যবসায়ী গোলাম স‌রোয়ার বাদল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD