বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য নির্মানাধীন গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এসময় কলাপাড়া থানা প্রান্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএস রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.জসিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউল আলম বন্টিন, কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।