বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা। “ডিজিটাল আর্থিক ব্যাবস্থায় ন্যায্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ এবং ব্যাবসায়ী প্রতিনিধিরা।
বক্তারা রমজানকে সামনে রেখে অসাধু ব্যাবসায়ীরা যাতে অতিরিক্ত মুনাফা নিতে না প্রারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়াও মজুদদারা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে রেখে জিনিস পত্রের দাম বাড়িয়ে নেয় কি-না বা অতিরিক্ত দামে বাজারে বিক্রি করে কি-না সেই বিষয় নজরদারির রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।