রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
এস এল টি তুহিন, বরিশাল :পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও হামলা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে এক পক্ষের আহত হয়েছে দুই বোন। আহতদের বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরেজমিন থেকে জানায়,ঝিলনাগ্রামের মোস্তফা ফকির একই বাড়ির ইসমাইল ফকিরের মধ্যে বসতবাড়ির ভিটা মাটি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ইসমাইল ফকিরের পৈতৃক ভিটায় রাজমিস্ত্রিসহ নির্মাণ কাজ শুরু করলে তার প্রতিপক্ষ মোস্তফা ফকির এসে কাজে বাধা দেয় পরে ইসমাইল ফকিরের দুই বোনের সাথে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হলে। ১। মোস্তফা ফকিরসহ তার সমর্থক ২। রমজান ৩। রিয়াজ ৪। সাকিবুর ফকির ৫। হাফেজা বেগম ৬। কুলসুম ৭। মরিয়োম বেগম ৮। হাওয়া বেগম ৯। শাহনাজ বেগম। অতর্কিত হামলা করেন এই হামলায় দুই বোন আহত হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন ১। নাজমা কবির(৪০) ছোট বোন ২।স্মৃতি আক্তার(২২) এলাকার সূত্রে আরো জানা যায়, দুপক্ষের জমি সংক্রান্ত বিষয় মোস্তফা ফকিরের কিছু বহিরাগত লোক জনের আনাগোনা দেখা যায়।
স্থানীয়রা জানান, কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের ইসমাইল ফকির ও মোস্তফা ফকিরের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসা করার জন্য প্রায় এক বছর আগে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারসহ সাতজন সদস্য নিয়ে একটি শালিশনামা গঠন করা হয়। মানীত ওই শালিসগন গত বছরের ২৭মে উভয় পক্ষের সম্মতিতে একটি রোয়েদাদ নামায় স্বাক্ষর করে আপোষ বন্টন করে দেয়। উভয়পক্ষ তা মেনে নেয়। এরপর ইসমাইল ফকির ওই রোয়েদাদ নামা মেনে বাড়ির ভিতরের পুরাতন বসত ঘর ভেঙে আপোষ বন্টন এর মাধ্যমে পাওয়া বাড়ির দরজার জায়গায় পাকা দালান নির্মাণ করতে গেলে মোস্তফা ফকিরের ছেলে রমজান ও রিয়াজসহ ১০-১৫ জনের একটি দল নির্মাণ কাজে বাধা দেয় অখত ভাষায় গালাগাল করে চলে যায় পরে এসে অতর্কিত হামলা চালায়।
ইসমাইল ফকিরের ছোট বল স্মৃতি আক্তার প্রতিবাদ করলে তাদের উপহার অতর্কিত হামলা চালালে দুই বোন আহত হয়। স্মৃতি আক্তার আরো জানান, আমাদের পরিবার-পরিজন নিয়ে এখনো অসহায় দরিদ্র মত বাড়ির আঙিনায় আবার বাড়ির প্রতিবেশী ঘরে বসবাস করতে হয়। এটা যেন একটা কষ্টের জীবন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। বাউফল থানার ওসি আল মামুন বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।