রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে ২শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুমকী থানা পুলিশ। অদ্য ২৭ শে জানুয়ারি ২০২২ইং তারিখ সকালে লেবুখালী টোলপ্লাজা এলাকায় এ ঘটনাটি ঘটে। জানাযায়, লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা থেকে মাদক কারবারীদের আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, টোলপ্লাজায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশিকালে প্লাস্টিকের বায়ুরোধক নীল জিপারের ব্যাগে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আনোয়ার হোসেন মৃধা (৩৭) কে আটক করা হয়।
পরে আটককৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইয়াবাগুলো তার সহযোগী মাদক ব্যবসায়ী বাউফলের কালাইয়া গ্রামের সোহাগ রানা (৩২) নিবে এই বলে তিনি জানান। পরবর্তীতে ইয়াবাসহ আটককৃত আনোয়ার’র দেয়া তথ্য মতে সোহাগ রানাকে দুমকির চরগরবদী ফেরিঘাট থেকে আটক করতে সক্ষম হয় দুমকী থানা পুলিশ।
এ ব্যপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আব্দুস সালাম জানান,আটককৃত আসামীর কাছ থেকে ২শ পিস ইয়াবা জব্দ জরা হয়েছে।পরে আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।