বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
বরগুনার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামে স্হানীয় গ্রামীবাসী শনিবার একটি বিরল প্রজাতির শকুন উদ্বার করে।
গ্রামীবাসী কৃষক রিপন জানায়,সকালে মাঠে নাড়া কাটার সময় দেখতে পায় একটি বড় আকৃতি পাখি এসে নাড়ার মধ্য পড়েছে। এই দৃশ্য একদল কিশোর দেখে তারা লাঠি নিয়ে পাখীটির দিকে ছুটে যায়।
রিপন জানায়,সে গিয়ে দেখতে পায় একটি ৫/৬ কেজি ওজনের শকুন জীম দিয়ে জড়ো হয়ে বসে আছে। কৃষকদের নিয়ে শকুনটি উদ্বার করে রৌদ্রে নিয়ে আসে। শকুনটির উপরের অংশ খয়েরী গলা সাদা। গ্রামবাসী বিষয়টি সাংবাদিকদের জানালে তারা বণ বিভাগকে অবহিত করেন।
বরগুনা বণ রেইঞ্জার মতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্হিত হয়ে শকুনটি উদ্বার করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন। সাংবাদিকদের রেইঞ্জার মতিয়ার রহমান বলেন,শকুন হচ্ছে প্রকৃতির বন্ধু,কি ভাবে কোথা থেকে শকুনটি এসেছে তা বলা যাচ্ছেনা বলে তিনি জানান। এটি বাংলা শকুন বলেও তিনি মন্তব্য করেন।
সুস্হ হলে কর্তৃপক্ষের নির্দেশ মত শকুনটি অবমুক্ত করা হবে। বরগুনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,হাবিবুর রহমান বলেন,শকুনটি খুবই অসুস্থ। মাথা সহ শরীরে আঘাত মনে হচ্ছে।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।যতক্ষন পর্যন্ত সুস্হ না হবে আমরা চিকিৎসা দিয়ে যাব।