রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা একটি মোবাইল ফোন ও নগদ ১৭৪০ টাকাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক মহিলাকে আটক করেন।
আজ ৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫ ঘটিকা সময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন রসুল পুররে দায়িত্বরত (কন্টিনজেন্ট) কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, এসময় লঞ্চঘাট পল্টন থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। আটককৃত আসামি কে ডিসি নামার চর এলাকার বাসিন্দা মুনসুর ফকিরের মেয়ে মমতাজ বেগম। পরবর্তীতে আটককৃত মোবাইল ফোন, নগদ ১৭৪০ টাকা,৬ কেজি গাঁজাসহ, বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা হস্তান্তর করেন।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে।