রবিবার, ২৫ মে ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
বরিশাল নগরীর কাশিপুর চৌমাথায় মুন্সি মার্কেটে স্যানিটারির একটি দোকানে গতকাল রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা স্যানিটারি দোকান মালিক জাহিদুর রহমান বরিশাল নগরীর বিমানবন্দর থানায় চুরির বিষয়ে একটি লিখিতভাবে অভিযোগ করেন।
জেনারেটার স্যানিটারি চুরি হওয়ায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অভিযোগ করেন।
দোকান মালিক জাহিদুর রহমান জানান, ‘কাশিপুরের চৌমাথায় তার দোকানটি বেশ কয়েকদিন আগে চালু করেছিলেন। তাতে প্রায় ১০-১৫ লক্ষ টাকার মালামাল ছিল। তবে গত কাল দিবাগত রাতে নয়টায় বন্ধ করে গিয়ে সকালে দোকান খুলতে গিয়ে দেখেন উপরের টিনের চাল খোলা ও দোকান চুরির আলামত দেখতে পাই। এরপর বুঝতে পারলাম দোকানটিতে দুর্ধর্ষ রকম চুরি হয়েছে। পড়ে আমি এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে স্থানীয় বাজার কমিটির সভাপতি মোস্তফার কোন তথ্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
এলাকাবাসী জানান, কাশিপুর বাজার,দিঘিরপাড় সহ বিমানবন্দর থানার আওতাধীন এলাকাতে চুরি ও ডাকাতি বেড়ে যাওয়াও জনমন চাঁপা ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, নিয়মিত টহল ও ডিউটিতে রাতে পুলিশ সর্বত্র থাকে। তারপরও এ রকম চুরির বিষয়ে অভিযোগ সুত্রে তদন্ত করা হবে ।