বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
মোঃনাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ মজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ইং উদযাপনের আয়োজন করে শ্যামপুর থানা প্রেস ক্লাব। গত ২৪ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫০ বছর উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অংশগ্রহন করা জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক উপহার এবং সাংবাদিকতায় অবদান রাখায় সংবাদ কর্মীদের কেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ(পিপিএম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, শ্যামপুর জোনের সহঃ উপ-পুলিশ কমিশনার শাহ আলম এবং বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ সহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি সঞ্চালনায় ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন সিঃসহ সভাপতি শামীম আহমেদ শামস সহ-সভাপতি ফটোসাংবাদিক শামীম আহমেদ সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল শেখ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজাহিদ সরকার অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুজন শেখ শ্যামপুর থানা প্রেস ক্লাবের সকল কার্যকরী পরিষদ ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।