বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
পটুয়াখালীর দুমকি উপজেলায় বাসচাপায় এক হেলপার (৩৫) নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-দুমকি-বাউফল সড়কের মোল্লাখালী বেইলি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি (বরিশাল-জ ৫-০০৩৬) বেইলি ব্রিজে ওঠার সময় হেলপার ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চালক ব্রিজ অতিক্রম করে বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে ও নিহত হওয়া লাশ উদ্ধার করে নিয়ে যায়। দুমকি থানার ওসি আবদুস সালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।