মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
মোঃ নাসিরউদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নে জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৫ডিসেম্বর) উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ ইব্রাহিম দফাদার ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ এমদাদুল খান, সহ-সভাপতি মোঃ জসিম খন্দকার, সহ-সভাপতি মোঃ জয়নাল প্যাদা, সহ-সভাপতি মোঃ নেহাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ শহিদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল প্যাদা, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
গোলখালী ইউনিয়ন শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ এমদাদুল খান শিক্ষা তথ্য’কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন সোনার বাংলা গড়া তা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা এবং গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহীন শাহ্ এর দিক নির্দেশনায় দলীয় কার্যক্রম অব্যাহত রাখতে শ্রমিকলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।