রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: নতুন-পুরানে মন্ত্রিসভায় চমক থাকলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগে কোনো চমক দেখা যায়নি। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আগের পাঁচ উপদেষ্টা-ই বহাল রয়েছেন।
সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), উপদেষ্টা ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)। আগের মেয়াদেও তারাই স্ব স্ব পদে দায়িত্ব পালন করছিলেন।
উপদেষ্টা থাকাকালে মন্ত্রী পদমর্যাদায় তারা বেতন-ভাতাদিসহগ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।