শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ১৭ অক্টোবর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০২১ উপলক্ষে আলোচনা সভা সাবান বিতরণ ও হাত ধোয়ানো কৌশল শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, প্রবেশ অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ ইউনিসেফ বরিশাল এর প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আভাস এর সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়। পরে এক আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে সরকারি শিশু পরিবারে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ইউনিসেফ এর সহযোগিতা ৫ শতাধিক সাবান বিতরণ করেন অতিথিরা এসময় আভার এর পক্ষ থেকে শিশুদের জন্য মাস্ক এবং সাবান বিতরণ করা হয়।