সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান
পটুয়াখালীর বাউফলে আপন ভাবিকে ধর্ষণের চেষ্টা,দেবর অভিযুক্ত।

পটুয়াখালীর বাউফলে আপন ভাবিকে ধর্ষণের চেষ্টা,দেবর অভিযুক্ত।

Sharing is caring!

পটুয়াখালী  জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল থানার কালিশুরী ইউনিয়নের মান,খান গ্রামে  আপন দেবর কর্তৃক ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ১৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ   শুক্রবার রাত আনুমানিক  ৯.০০ টার সময় নিজ বসত ঘরে আপন  দেবর জোড় পূর্বক  ভাবিকে ধর্ষণের চেষ্টা  চালায়।

এ বিষয়ে ভূক্তভূগী নারী জানান, তার স্বামী  গরু কিনার জন্য বাজারে গেলে তাদের বাড়িতে পুরুষ না থাকায় ঢুকে পড়ে ওই দেবর। আমি তখন সাংসারিক কাজকর্ম করিতেছিল। তাদের বাড়িতে তার ছোট দেবর সুদী ব্যবসায়ী কামাল( ৩৮) ঢুকলে তার ভাবির   নিজ রুমে   বসতে বলে‌। ঠিক তখন  তার ভাবিকে  জাপটে ধরে বিছানার উপরে ফেলে ধর্ষণের চেষ্টা করে। সে তখন চিৎকার দিতে থাকলে বাড়ির আশে-পাশের  ধ্রুত ঘটনাস্থলে  চলে আসে। এ খবর পেয় স্বামী এসে দেখলে তাকে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা ও বাড়ূীর অন্যরা বাঁধা প্রদান করে তাকে এসময়।

অপরদিকে ওই নারীর স্বামীকে, হুমায়ুন  বলেন, সে বাড়িতে না থাকায়  বিভিন্ন সময় বিভিন্নভাবে কুপ্রস্তাব  ও সোনা গয়না  দেওয়ার প্রলোভন দেখায়  এবং  এই সুযোগে বাড়িতে ঢুকে তার নিজের ছোট ভাই সুদ  ব্যবসায়ী কামাল হাওলাদার  তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সে তা নিজের চোখে দেখে থামতে না পেরে তার নিজের  ছোট  ভাই   ধর্ষণ চেষ্টাকারী  কামাল  বড় ভাইয়ের প্রতি  ক্ষিপ্ত হয় এবং  মারধরের চেষ্টা চালায়  ঐ সময়।

প্রতিপক্ষ  তার  আপন  ভাই  মোহাম্মদ  জামাল হাওলাদার বিষয়টি জানে  ঘটনাস্থলে  এগিয়ে আসার পর  ধর্ষণ চেষ্টাকারী  আপন ভাই  কামাল হাওলাদারকে  জিজ্ঞাসাবাদ করলে  তাকেও  হুমকি-ধামকি  ও মারধর চেষ্টা করে ৷খোজনিয়ে জানা যায়,  সুদ ব্যবসায়ী কামাল হাওলাদার  সন্ত্রাসী প্রকৃতির লোক  বটে  এবং এলাকায় তার খুব নামডাক আছে  তার ভয়ে কেউ কখনো মুখ খুলে না,সকলেই তার কাছে জিম্মি।

এ ব্যপারে বাউফল থানার  ওসি  মোঃ মামুন’এর   মুঠোফোনে  ধর্ষণের বিষয়টি জানতে চাইলে  তিনি  জানায়, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD