শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই হয়েছে কর্মহীন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে সুন্দরবন নেভিগেশন গ্রুপ এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় ১৩ই সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্বসহ আরও অনেকে।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন।