বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
বরিশালে সরকারি তথ্য ও সেবা নম্বর ৩৩৩ তে ফোন করে এক হাজার নিম্ন আয়ের ব্যক্তি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী পেয়েছেন। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) আবদুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত) একেএম এহসান উল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) প্রমুখ। প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক এমপি বলেন, আপনারা সরকার থেকে দেওয়া উপহারের দিকে চেয়ে থাকবেন না। আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, খেটে খেতে হবে।
সারাজীবন প্রধানমন্ত্রীর উপহার দেওয়া সম্ভব না। উপহার নেয়ার পাশাপাশি নিজের পায়েও দাঁড়ান। তিনি আরও বলেন, আইনশৃংখলাবাহিনীকে কেন বলতে হবে মাস্ক পরেন। আমরা নিজেরা দায়িত্ববান হলে করোনার জন্য রাস্তায় সেনাবাহিনী, বিজিবি নামতে হবে না। উপহার সামগ্রী হিসেবে চাল ২০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১ টি ইত্যাদি বিতরণ করা হয়।