শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশি কাজে বাধা প্রদান মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আসামিপক্ষের আইনজীবী ২১ আসামির জামিন আবেদন করলে বুধবার (২৫ আগস্ট) দুপুরে ২১ আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু। তিনি বলেন, ২১ জন আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর মধ্যে পুলিশের মামলায় ৯ জন এবং ইউএনওর মামলায় তিনজনের জামিন মঞ্জুর হয়েছে। এদিকে দুই মামলায় ১২ জনের জামিন মঞ্জুর হলেও জেল হাজত থেকে জামিনে মুক্ত হতে যাচ্ছে ৯ জন আসামি।
এই দুই মামলায় জামিন হওয়া ১২ জন আসামির মধ্যে জিআর-৫৯৭/২১ পুলিশ বাদী মামলায় ৯ জন আসামির জামিন দেখানো হয়েছে। অপরদিকে জিআর-৫৯৬/২১ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদী মামলায় ৩ জন আসামির জামিন দেখানো হয়েছে। এই দুই মামলায় জামিন হওয়া ৩ ব্যক্তির নাম দুই মামলাতেই জামিন দেখানো হয়েছে। সে কারণে বলা যায় ১২ জনের জামিন হলেও জামিন হওয়া ব্যক্তি মূলত ৯ জন।