শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
বরিশাল নগরীর চকবাজার এলাকায় সঞ্জীব সাহা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল পাঁচটায় শাড়ি মিউজিয়াম দোকানের ভিতর এ ঘটনা ঘটে। আহত সঞ্জীব সাহা ওই এলাকার মৃত ভোলানাথ সাহার ছেলে ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সঞ্জীব সাহা জানান, সঞ্জীব সাহা একজন ব্যবসায়ী। সে সুবাদে চকবাজারে ব্যবসায়ী কাজলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি কাজলের দোকান নিয়ে তার মামা খোকন গন্ধির সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে কাজল তার বন্ধু সঞ্জীবের সাথে আলাপ-আলোচনা করলে-খোকন গন্ধি ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এ নিয়ে প্রায় সময় সঞ্জীব সাহা ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে খোকন গন্ধি। ঘটনার দিন শনিবার বিকেলে সঞ্জীব সাহা চকবাজারে শাড়ি মিউজিয়ামের মালিক আশরাফউদ্দিন আহমেদ ইমরাজের সাথে প্রয়োজনীয় কাজে দোকানে বসে কথা বলেন। হঠাৎ খোকন গন্দীসহ একদল সহযোগী চকবাজার শাড়ি মিউজিয়ামে দোকানের ভিতরে গিয়ে সঞ্জীব সাহার উপর হামলা চালায়।
একপর্যায়ে খোকন গন্ধি ও তার সহযোগী রাজিব, ওমর গন্ধি, কবির সহ অজ্ঞাতনামা কয়েকজন লোহার টুল দিয়ে পিটিয়ে সঞ্জীব কে হত্যার চেষ্টা চালায়। জানাগেছে, চকবাজার এলাকার মা মনি ক্লোথ স্টোর ও পাদুতালয় নামের দুটি প্রতিষ্ঠান দখলের জন্য একটি ভুমিদস্যু চক্র মামলা দায়ের করা সহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। দোকানের স্টাফরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, চকবাজারে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।