রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
বরিশালে করোনায় কর্মহীন সংস্কৃতিক শিল্পীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৯০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কতৃক বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ জনিত সমস্যার কারণে ৯০ জন সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি এককালীন ৫ হাজার টাকা করে ৪ লক্ষ ৫০ হাজার টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া বরিশাল জেলার ২৭ টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাৎসরিক ৮ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি ১২৯ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার টাকা প্রদান করা হবে।
চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ প্রমুখ।