শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের এক মাছ ব্যবসায়ীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছের পোনা মেরে ফেলার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে নিজ এলাকায় মানববন্ধন করে এলাকাবাসি।
গত ৭মে শুক্রবার রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুষ্ক্রীতরা। এব্যাপারে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করলেও কাউকে এপর্যন্ত সনাক্ত করে দোষিদের আইনের আওতায় আনতে পারেনি উপজেলা প্রশাসন।
এক বছর পূর্বে ১ একর সম্পত্তির উপরে মাছের ঘের করে, মাছ চাষ করে আসছিলো হাড়িখালি এলাকার যুবক মাহাবুব তালুকদার। হটাৎ তাহার এমন উদ্যোগকের উপর ঈর্ষান্বিত হয়ে ব্যবসাকে বাধাগ্রস্ত করার জন্য বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয় বলে মানববন্ধনে অভিযোগ করেন তিনি । মানববন্ধনে আরো বক্তরা বলেন দোষিদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।