বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
বরিশাল নগরীতে বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে
একটি বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার নগরীর বাজার রোডে এলাহী টাওয়ার ভবনে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে খলিল মৃধা নামে এক ব্যবসায়ীর বাসায় হামলা চালানো হয়। এসময় খলির মৃধার স্ত্রী, ছেলের স্ত্রীকেও মারধর করে হামলাকারীরা। এসময় হামলাকারীরা তাদের বাসায় ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করার পাশাপাশি ৭লাখ টাকা ও ৬ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। রাজিব খান জানায়, গত মাসের ২/১ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর একে স্কুল মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষের সময় আমার এক ভাই পাশে দাঁড়িয়ে মারামারি দেখছিলো।
কিন্তু শত্রুতা বসত আমি, আমার ভাই মারুফ খান ও আব্দুর রহমান খানের নামে পদ্মাপতি এলাকার শহিদ আহমেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আজ আমার ভাই বাসায় আছে টের পেয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, তার ভাই কামরুজ্জামান, হারুন অর রশিদের ছেলে নাফিজ, আনোয়ার হাওলাদারের ছেলে রাইসুল ইসলাম সিয়াম, ওয়ার্ড বিএনপি নেতা মিলনের ছেলে রাফি, অমল কর্মকারের ছেলে অনিক, কামরুজ্জামান কাইয়ের রিসাত, জয় সহ ১০/১৫ জন এসে আমার বাসায় হামলা চালায়।
এসময় আমার মা, ভাইয়ের স্ত্রীকেও মারধর করে তারা। পরে তারা আমার ভাইকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এব্যাপারে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ এ ঘটনা অস্বিকার করে বলেন, রাজিব, মারুফ
খান ও আব্দুর রহমানের নেতৃত্বে আমার ভাইয়ের ছেলেকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় তাদের ৩ ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামীকে পুলিশ ধরতে বাসায় অভিযান চালিয়েছে, আমার নেতৃত্বে কোন হামলার ঘটনা ঘটেনি।