বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাদকাসক্ত বখাটের কোপে প্রবাসীর হাতের ২ আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আহতকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে অতিরিক্ত রক্তখরন হওয়ায় বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার পূর্ব ধামসর গ্রামের মৃত কদম আলী সিকদারের ছেলে প্রবাসী মোঃ জলিল সিকদারের একই বাড়ীর হারুন সিকদারের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবহিকতায় ১০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় বিরোধীয় জমি জোরপূর্বক দখল করতে যায় হারুন সিকদারের বখাটে ছেলে শাকিল সিকদার(২২)। এর প্রতিবাদ করলে প্রবাসী জলিল সিকদার(৪৫)কে ধারালে বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে উপুর্যপুরী কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। এতে প্রবাসীর হাতের কব্জীতে গুরুতর যখম হয় এবং ২টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় আহত’র ডাক চিৎকার শুনে আশে-পাশের লোকজন ঘটনাস্থল ছুটে আসার টের পেয়ে পরবর্র্ততিতে প্রানে মেরে ফেলে লাশ ঘুম করার হুমকী দিয়ে চলে যায়। আহত প্রবাসী জানান শাকিল মাদক ব্যবসা,সেবন, জুয়া,ইভটিজিংসহ এলাকায় বিভিন্ন কূ-কর্মের সাথে জড়িয়ে পরেছে। আমার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করার জন্য আমাকে হত্যা করার জন্য ধারালো বটি দিয়ে কুপিয়েছে। বিত্তবান হওয়ায় সে আইনকে তোয়াক্কা করেনা। সমাজে একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অভিযুক্ত বখাটে শাকিল বিষয়টি এড়িয়ে যায় এবং নিজেকে ক্ষমতাধর বলে দাবী করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওই মাদকসেবী বখাটের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত প্রবাসীর পরিবার।