বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
বরিশাল: যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা বরিশাল বরিশালে প্রতিনিয়তই বাড়ছে উঠতি বয়সি কিশোর সন্ত্রাসীদের উৎপাত। নগরের বিভিন্ন এলাকায় এস কিশোর সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। এদেরকে পেছন থেকে নির্দেশনা দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। নিজেদের কার্য হাসিল করতে চক্রটি কিশোর সন্ত্রাসীদের ব্যবহার করছে।
এতে করে বিভিন্ন এলাকায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরছে। সম্পতি বরিশাল নগরের রিফিউজি কলোনী এলাকায় কিশোর সন্ত্রাসীদের হাতে খুন হতে হয়েছে বরিশাল সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মোঃ আমির গাজী নামের এক যুবককে। প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলও করেছে ওই যুবকের পরিবার। এদিকে বরিশাল নগরের পলাশপুর একাকায় উঠতি বয়সি কিশোর সন্ত্রাসীরা প্রতিনিয়তই তান্ডব চালাচ্ছে। মাকদ ব্যবসা ও মাদক সেবন করে এরা সাধারন মানুষের কাছ থেকে চাঁদা তোলা থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। জানাগেছে নগরের পলাশপুর এলাকার ৬নং গুচ্ছ গ্রামে সন্ত্রাসী ও মাদকের কারখানা গড়ে তুলেছে স্থানীয় জসীম, জাকির ও মামুন। এরা কিশোর সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশপুর কাজির গোরস্থান এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোর সন্ত্রাসীরা স্থানীয় জসীম, জাকির ও মামুন এর নির্দেশে ওই এলাকার মোঃ বাবলুর ছেলে সাব্বির (১৯) কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আত করে। স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সাব্বির জানায়, হামলার সময় কিশোর সন্ত্রাসী ইমাম, লিয়ন, হাসিব সহ ১৫ থেওেক ২০জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। কেন এই হামলার ঘটনা ঘটলো এবিষয়ে সাব্বির বলেন, এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকর্ষিক এই হামলা চালানো হয়। এবিসয়ে সাব্বিরের পরিবার কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান মনির।