বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় বরিশাল – পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা।
এসময় তারা বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই বিক্ষোভ ও অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।
তারা জানান, দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত ও মারধর করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। এ ঘটনার সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে দেড়টার দিকে তারা ঘটনাস্থলে হাজির হয়। দুপুর দুইটা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে তারা।
এদিকে সড়ক অবরোধের বিষয়টি জানার পরপরই থানা পুলিশ এবং স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন এবং সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে বাস কাউন্টারটিতে ভাংচুর চালায়। তবে এরআগেই কাউন্টারের দায়িত্বরতরা পালিয়ে যায়।
অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, তাদের দাবির প্রেক্ষিতে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় যথাযথ আইনগত ক্যকস্থা নেয়ার আশ্বাসে বিকেল পৌনে ৪ টার দিকে সড়ক অবরোধ অব্যাহত তুলে নেয় তারা।
এ ব্যাপারে সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনি সহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং সমাধানের চেষ্টা করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, রফিককে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।