শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো “নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার। বুধবার ১২ টারয় স্থানীয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম সাহাবুদ্দিন আহেম্মদ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠি শাখার সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়াশুনা শেষ করে সরকারী চাকুরী করতেই হবে এই মানষিকথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হতে হবে। বিদেশে এবং দেশে বর্তমানে ব্যাক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক কর্মক্ষেত্র সৃষ্ঠি হয়েছে। শ্রমিক ভিসায় বিদেশ গমনের ক্ষেত্রে দালালে খপ্পরে না পড়ার জন্য নিজেকে সতর্ক হতে হবে একইসাথে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।
সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য দিয়েছেন নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ অব্দুর রশিদ চোকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। এতে তৃনমুল পর্যায়ের নারী পুরুষ উদ্যোগতা, মিডিয়া কর্মী, ইউপি সদস্য, ইউপি সচিব, মহল্লাদার, দফাদার উপস্থিত ছিলেন।