রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ সালের প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট টুর্নান্টের উদ্বোধন করেন। এতে রয়েল ব্যাচ ২০০০ সালের সদস্য তুষার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রয়েল ব্যাচ ২০০০ সালের সদস্য ইলিয়াস খান রানা। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মন্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল রহিম ক্রীড়া সংগঠক জামাল আহমেদ, হেলাল উদ্দিন, নিজাম উদ্দিন এবং বিল্লাল খান কাবুল প্রমুখ। উদ্বোধনী খেলায় ৬নং ওয়ার্ড ১১ফাইটার্স ও তালহা মাইনুল ফ্রেন্ডস ফাইটার একাদশের মোকাবেলা করে।
টস জিতে ০৬ নং ওয়ার্ড একাদশ তালহা মাইনুল একাদশকে ব্যাটিংয়ে পাঠালে তারা নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান সংগ্রহ করেন, জবাবে ০৬ নং ওয়ার্ড একাদশ একাদশ নির্ধারিত ওভারে ১৬০ রান করতে সামর্থ হন ফলে খেলায় তালহা মাইনুল একাদশ জয়লাভ করেন। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন সাইফুজ্জামান টুটুল এবং মোয়াজ্জেম হোসেন।
প্রধান অতিথি আবু হাসানাত মো.শহীদুল হক খেলার শুরুতে ০৫ ওভার আম্পায়ারিং করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, তোমরা মাদক থেকে সর্বদা দূরে থাকবে তিনি আরও বলেন, এ ধরনের যেকোনো টুর্নামেন্টের আয়োজন হলে উপজেলা প্রশাসন তোমাদের সার্বিক সহযোগিতা করবেন।