শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
নৌকা মার্কায় ভোটদিন আমি আপনাদের উন্নয়ন দেব।মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সেবক হিসেবে নাগরিকদের সেবায় নিবেদিত থাকবো। পৌরসভাকে আমার অভিভাবক আমির হোসেন আমু এমপি’র সহযোগিতায় আধুনিক পৌরসভা হিসেবে রুপান্তরিত করবো ।
যেখানে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না।পৌরসভাকে আরো উন্নত এবং দুর্নীতি মুক্ত করার জন্য সংবাদকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খাঁন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন । মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নলছিটি সিথীর মোর তার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, বাবু নিখিল চন্দ্র মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্দন দাস,পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ আরো অনেকে।