শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন প্রার্থীতা বাদ পড়লেছে সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দী প্রার্থী গরিবের বন্ধুখ্যাত জননেতা মো. মাছুদ খান। রবিবার সকালে ১১টায় প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি মেয়র পদে অপর ৪প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ওয়াহেদ কবির খান, বিএনপি মনোনিত প্রার্থী মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি (বিদ্রোহী প্রার্থী) ডাঃ এসকেন্দার আলী খান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাও: মো. শাহাজালাল। প্রার্থীতা বাতিল হওয়ার প্রসঙ্গে সাবেক মেয়র মো. মাছুদ খান সাংবাদিকদের জানায়, নলছিটি পৌর নির্বাচনে রির্টানিং কর্মকর্তা পরিকল্পিত ভাবে কোন বিশেষ মহলে ইঙ্গিতে অন্যায় ভাবে আমার মনোনয়ন বাতিল করেছে। তার পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করব। এ ব্যাপারে রির্টার্নি কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি জানান, হলফনামায় মামলার কথা উল্লেখ করলেও উল্লেখিত মামলা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত না করায় সতন্ত্র প্রার্থী মাছুদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া সাধারন কাউন্সিলর প্রার্থী নওশের আলী ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী জাকিয়া আক্তার সিমা ঋণখেলাপি থাকায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৩য় ধাপে আগামী ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।