শনিবার, ০৫ Jul ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
বাকেরগঞ্জের ফাটাকেস্ট এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম মহামারী করোনা প্রতিরোধে জনসাধারণকে মুখে মাক্স ব্যবহারে কঠোর অভিযান পরিচালনা করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ১ পর্যন্ত তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোড, বন্দর, বাসস্ট্যান্ড, সাহেবগঞ্জ, সিনেমা হল এলাকায় মাক্স ব্যবহার না করায় ১২ জনের প্রত্যেককে ২শত টাকা করে মোট ২হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।
অভিযান পরিচালনাকালে তিনি জানান, সরকারের নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচির অংশ হিসেবে তিনি এ অভিযান পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও মানুষকে সচেতন করার জন্য যাদের মুখে মাস্ক নেই, তিনি তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।