রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:বিশ্বনবী (সা:) এর ব্যঙ্গচিত্র ও কটুক্তির ও ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রতিবাদে পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরগুনা সদর, উপজেলার নলী বন্দর বাজারে স্থানীয় মুসল্লী ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আয়োজনে এসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নলী বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ নুরুল হক মাওলানার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আল-আমিন, মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান,মাওলানা হাফেজ নাজমুল আহসান,মোঃ সিরাজুল হক,আমিনুল হক,মোবারক আলী মৃধা,মোঃ জিয়াউল হক রাসেল, ইদ্রিস মল্লিক, মোঃ বেলাল আকন, সুমন মল্লিক, প্রমুখ।
বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।