শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট আমরা আগামী ৫০ দিন সময় বেঁধে দিলাম শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা ‎ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দের ঘন্টা পর বরিশাল – কুয়াকাটা মহাসড়ক ছেড়ে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাপাড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন
বরিশালে প্রাথমিকে পাসের হার ৯৭.৫৮% ও ইবতেদায়ীতে ৯৪.৩১%

বরিশালে প্রাথমিকে পাসের হার ৯৭.৫৮% ও ইবতেদায়ীতে ৯৪.৩১%

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫৮ ভাগ ও ইবতেদায়ীতে পাসের হার ৯৪ দশমিক ৩১ ভাগ।  ফলে গতবছরের থেকে প্রাথমিক ও ইবতেদায়ীতে বেড়েছে পাশের হার।  পাশাপাশি বেড়েছে পাশের জিপিএ-৫ এর সংখ্যা।

উর্ত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫শ’ ৯২ জন এবং ইবতেদায়ীতে মোট জিপিএ-৫ পেয়েছে ৪১৯ টি। 

প্রকাশিত ফলাফলের তথ্যানুায়ী, গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে দশমিক ৩৮ ভাগ পাসের হার এবং ইবেতদায়ীতে বেড়েছে ৪ দশমিক ৩৩ পাসের হার বেড়েছে।  অপরদিকে গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে ২ হাজার ২৭৩ টি জিপিএ-৫ বেড়েছে এবং ইবেতদায়ীতে ২৯৯ টি জিপিএ-৫ বেড়েছে।

মোট জিপিএ-৫ এরমধ্যে প্রাথমিকে ছেলেরা পেয়েছে ২ হাজার ৮৩ টি এবং মেয়েরো ৩ হাজার ৫৪৩ টি এবং ইবতেদায়ীতে ছেলেরা পেয়েছে ১৭৪ টি এবং মেয়েরা পেয়েছে ২৪৫ টি।

এ বছর ৪৭ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ৭৯০ জন সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহন করে।  যারমধ্যে মোট পাশ করেছে ৪৪ হাজার ৬৮০ জন এবং মোট অকৃতকার্য হয়েছে ১ হাজার ১১০ জন।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার জানিয়েছেন, গতবছরের থেকে এ বছর ফলাফল যেমনি ভালো হয়েছে, তেমনি জিপিএ-৫ ও মোট পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD