রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বরিশালে শিশু ছেলে রনি(১১) হত্যা মামলায় মাসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
দন্ডাপ্রাপ্তরা হলেন, মা কনা বেগম, তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমীন নলি ও শাহীন নলি। রুহুল আমীন নলি ও শাহীন নলি সম্পের্ক দুই ভাই৷
সোমবার ( ১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ কারাদণ্ডাদেশ প্রদান করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ।
মামলার নথি বরাদ দিয়ে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিশেষ লস্কর নুরুল হক জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীর হাট থানার পশ্চিম রতনপুর এলাকায় মায়ের পরকীয়া সম্পর্ক ছেলে রনি দেখে ফেলে। এর রেস ধরে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারী দুপুরে মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি যোগসাজশে রনি কে হত্যা করে।
ঘটনার পরে দিন অর্থ্যাৎ পরেরদিন রনি বাবা লকিত উল্লাহ দোয়ারী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের তদন্ত সাপেক্ষ আসামীদের স্বীকারোক্তির গ্রহণ পর চার্জসীট দেন।
এরপর ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এই আদেশ দেন বিচারক। আদেশের সময় মা কনা বেগম ও পরকীয়া প্রেমিক রুহুল আমিন উপস্থিত ছিলেন। আরেক দন্ডপ্রাপ্ত শাহিন নলি পলাতক রয়েছেন বলেও জানান এই পিপি।