শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
বরগুনা: ‘ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলি একসাথে’ এ স্লোগানে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বরগুনা জেলার সচেতন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানবন্ধনে বক্তারা দেশের সব জায়গায় ধর্ষণ হয় উল্লেখ করে তাদের বক্তব্যে এর তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ফাহিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিএম শুভর আহ্বানে বরগুনার সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংঘটিত উক্ত মানবন্ধন কর্মসূচিতে প্রতিবাদী বক্তব্য রাখেন, শিক্ষার্থী জিয়াউল হক, জিহাদ আব্দুল্লাহ,এনামুল হক আশিক, আশিক রাজন, জিয়া, মাইসা, নাসিম প্রমুখ।
মানবন্ধনে যোগ দিয়ে বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ বলেন, বর্তমানে দেশে ধর্ষণ একটি মানষিক ব্যাধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে বিপথগামী কিশোররা জড়িত হচ্ছে। এসকল বিপথগামী কিশোরদের আলোকিত পথে ফেরাতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পরিবার ও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে এদের বিপথগামী হতে রুখতে হবে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সবুজ বরগুনা সংগঠনের সভাপতি আরিফ খান, এডভোকেট হাসানুর রহমান জন, মাহিব মেহরাব, সাংবাদিক মালেক মিঠু, শাহ আলী প্রমুখ।