শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্ত্রীকে চিকিৎসার জন্য নেওয়ার সময় মাঝ নদীতে প্রাণ হারালেন স্বামী ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপির মনোনয়ন বঞ্চিতরাও সক্রিয় তারেক রহমানের দিকে তাকিয়ে বঞ্চিত প্রার্থীরা জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি দেশবাসীকে তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে শীতার্তদের পাশে ‘স্মার্ট উদ্যোগ’ ও ‘এস ই এফ সংগঠন বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে আল আরাফাহ ইসলামি ব্যাংক ‎ পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গোলখালী ইউনিয়নে পথযাত্রা কলাপাড়ায় ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী কুয়াকাটায় পতিতাবৃত্তির অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতর

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতর

Sharing is caring!

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম-এমপি বলছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সারাজীবন সোনার বাংলা হিসেবে গড়ার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। দেশ ও দেশের মানুষের জন্য তার জীবনের ১৪ টি বছর জেলে কাটিয়েছেন। সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর’র যে সপ্ন ছিলো, তা বাস্তবায়ন ও লক্ষ্যে পৌছানোর জন্য জাতির জনকেরে কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বরেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আজ বাংলাদেশে যে পর্যায়ে এসেছে, দশবছর আগেও সে পর্যায়েও ছিলো না। আজ আমাদের দেশ অর্থনৈতিকভাবে অতীতের থেকে অনেক সাবলম্বী হয়েছে।  মহামারি করোনা ভাইরাসের সংক্রমের মধ্যে পুরো পৃথিবী অর্থনৈতিকভাবে বিশাল একটা হোচট খেয়েছে। কিন্তু এরমধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কথা চিন্তা করে টাকা বিলিয়েছেন, বিভিন্ন প্রনোদনার ক্ষেত্রে।

তিনি বলেন, গোটা দেশের কথা বাদ দিয়ে শুধু বরিশালের কথা যদি বলি। শুধু বরিশাল সদর উপজেলাতেই ৯০ হাজার লোকের প্রত্যেকের হাতে আড়াই হাজার টাকা করে মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী বিতরণ করেছেন। পাশাপাশি সিটি করপোরেশনের ৩৫ হাজার লোকের মাঝে এ টাকা বিতরণ করবেন, যেটা এখনো বিতরণ করা হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, যাকে গোটা পৃথিবী মানবতার মা হিসেবে আক্ষায়িত করেছে।  অনেক দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও বেকারদের কথা তাদের সরকার কখনো ভাবেনি।

গত বৃহষ্পতিবার থেকে আমি উত্তরবঙ্গে ছিলাম, গতকাল আমি ঢাকায় এসে পৌছেই বিকেলে বরিশালে আসি। কারণ একটাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমার সংসদীয় এলাকার কিছু দুস্থ মানুষের হাতে যাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে পারি। তাদের যে দোআ, সেই দোআতে প্রধানমন্ত্রী যাতে সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করতে পারেন সেটাই আমার লক্ষ।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই বাংলাদেশের গরীব-দুস্থ মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমি পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। কারণ নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্ট-দুর্দশা লাঘব করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গন রোধ ব্যয়বহুল বিষয় হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা মোনাজাত করবো। যাতে সৃষ্টিকর্তা মাননীয় প্রধানমন্ত্রীকে আরো অনেক দিন এই দেশ পরিচালনা করার শক্তি-সামর্থ দেন এবং ২০৪১ সালের ভেতরে সমৃদ্ধশালী দেশের লক্ষে যে কাজ করে যাচ্ছে সেটা বাস্তবায়ন হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌহিদুজ্জামান পাভেল, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান মধু।

অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD