রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার আমলে নারীরা অনেক ক্ষমতাবান। নারীদের জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনেক কিছু করেছেন। আজ নারীরা পাইলট, পুলিশ অফিসার সরকারের বড় বড় পদে বহাল আছেন। গ্রামীণ নারীদের জন্য বিধবা ভাতা বয়স্ক ভাতাসহ সকল সুবিধা দেয়েছেন। তাই আজ নারীরা দলে দলে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। শেখ হাসিনার তুলনা কারো সঙ্গে হবে না।
আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার জনতা বাজার এ খায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানশালিক, চর মন্ডলী, ধানশালিক ইউনিয়ন পরিষদ চত্বর, বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার শাহাদতপুর হাই স্কুল মাঠে এক মহিলা সমাবেশ ও পথসভার বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি ডা. এ কে এম জাফর উল্ল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি ড. কামালকে উদ্দেশ্য করে বলেন, বিগত ৪৭ বছরে ১৫ ই আগস্ট নারকীয় হত্যাকাণ্ড, ২১ আগস্টের হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা ও জঙ্গি হামলা আপনি দেখেন নি? এখন পলাতক আসামি তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী তার পরামর্শে বক্তব্য দিচ্ছেন। এ থেকে বুঝা যায় আপনি কত নিচে নেমে গেছেন। এখন আবোল-তাবোল বলতে শুরু করেছেন।
তিনি বলেন, এখন সারা বাংলায় ধান এখন নৌকায়, সারা দেশে নৌকার জোয়ার বইছে। আগামী ৩০ ডিসেম্বর দেশের মানুষ ভোট দিয়ে নৌকাকে আবার বিজয়ী করবে। কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।
তিনি বলেন, আগামীতে নেত্রী সরকার গঠন করলে গ্রামকে শহরে পরিণত করবেন। বঙ্গবন্ধু কন্যা যে ওয়াদা করেন তা পালন করেন। নেত্রী বলেছেন প্রতিটিপরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে।
তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলে দলে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছে।