শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ এটি,এন নিউজ,এটিএন বাংলা এর সাংবাদিক জাহিদ রিপন মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোক যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ  হতে র‌্যাব-৮, কর্তৃক  গ্রেফতার পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষব করে হত্যা,আটক ২ ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধুর গ/লা/কা/টা লা/শ উদ্ধার,স্বামী পুলিশ হেফাজতে কলাপাড়ার আল আরাফাহ ইসলামী ব্যাংক কম্বল দিলেন শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের
পটুয়াখালীর গলাচিপায় পূর্বশত্রুতার জেরে, মুরগী ফার্মে বিষ প্রয়োগে ছয়শ মুরগী হত্যা!

পটুয়াখালীর গলাচিপায় পূর্বশত্রুতার জেরে, মুরগী ফার্মে বিষ প্রয়োগে ছয়শ মুরগী হত্যা!

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপায় বলাইবুনিয়া গ্রামে পল্টি ফার্ম এ বিষাক্ত গ্যাস দিয়ে প্রায় ৬০০ মুরগী মেরে ফেলেছে দূর্বৃত্তরা।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বলাইবুনিয়া গ্রামে মেহেদী পল্টিফার্মে বিষ প্রয়োগে প্রায় ৬০০ মুরগী মেরে ফেলেছে স্থানীয় দূর্বৃত্তরা।

এ বিষয় মেহেদী পল্টি ফার্ম এর সত্বাদিকার মোঃ ফেরদাউস শরিফ প্রতিবেদ’কে জানান গত কাল রাত আনুমানিক ১১টার দিকে একই এলাকার বাসিন্দা মোঃ মিলন শরিফ (৩৫) কে আমি আমার ফার্মের চার পাশে ঘুরাঘুরি করতে দেখলে তাকে কিছু জিগ্যাসা করার আগেই সে দ্রুত স্থান থেকে পালিয়ে যায়। এরপর আমি ফার্মের মুরগীর কাছে গেলে ফার্মের মুরগী গুলোকে ছটপট করতে দেখি এবং দূর গন্ধে পুরো ফার্মে বরে যায় এরপর সকালের দিকে ফার্মের মুরগী গুলো একে একে মরতে দেখা যায়।

এ বিষয় বলাইবুনিয়া গ্রামের আশে পাশের মানুষ উক্ত ঘটনার সত্যতা শিকার করে এলাকাবাসী জানান, মিলন শরিফ নিজে মাদক, পরশ্রীকাতর এবং পূর্বে জমি জমা নিয়ে সত্রুতা আছে যার কারনে সে এ ঘটনা ঘটিয়েছে।

যানাযায়,উক্ত ফার্মের বাচ্চা এবং খাবার পরিবেশক ঘটনার কথা শুনে ফার্মে আসেন এবং মুরগীর অবস্থা দেখেন তিনি জানান মুরগী গুলোকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেন। সাময়িক বিষয়ে বলাইবুনিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নান্নু হাওলাদারকে তাৎক্ষণিক বিষয়টি  অবগত কারহয়।

খোঁজ নিয়ে জান যায় বিষপ্রয়োগ কারি মোঃ মিলন শরিফ পেশায় টমটম চালক হলেও মাদকদ্রব্য বেচাকেনাই তার প্রধান কাজ, মাদকদব্য কেনাবেচা করার সুবাধে নানান প্রকার বাজে লোকের সাথে তার চিনাপরিচয় আর এর সুবাধে  অত্র এলাকার মানুষের মাঝে ভয়ের রাজত্ব কায়েম করে চলছে, তার কথা বা কজে সম্মতি প্রকাশ না করলে চলে নানা ধরনের অত্যচার।এ তথ্য সংগ্রহ করার সময় অভিযুক্ত মিলন শরিফ সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে আসছে শুনে নিজেই নিজের বাড়ি ঘর পিটিয়ে নতুন নাটক তৈরী করার চেষ্টা করে পরক্ষণেই সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে সরে পরেন।

এ বিষয় গলাচিপা থানা পুলিশের অফিসার ইনর্চায (ওসি) মো: মনিরুল ইসলামকে মুঠো ফোনে তার কাছে জানতে চাইলে তিনি জানান

এ বিষয় আমি কিছু জানি না তবে অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে ।

র্বতমানে মিলনের ভয়ে আতংকিত হয়ে আছে ক্ষতিগ্রস্ত ফেরদৌস চকিদারের ঘোটা পরিবার।
এনিয়ে ভুক্তভোগীর পরিবারটি আইনি সহায়তায় কামনা করেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD