মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে আসা পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে উদ্ধার হওয়া নারীর লাশ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার নিহতের ভাই মোক্তার হোসেন তার লাশ গ্রহন করে।
রাতে বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯)। তার স্বামী ওলীয়র রহমানের বাড়ি ফরিপুরের ভাঙ্গা এলাকায়। নিহত লাভলী তার বাবা আব্দুর লতিফ মিয়ার সাথে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতো। তিনি ২ ছেলের জননী।
ওসি আরও জানান, যে নাম ও মোবাইল নম্বর দিয়ে লঞ্চের কেবিন নেওয়া হয়েছে, তা সঠিক নয় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে সবকিছু আরও কঠোর ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সিসি টিভিতে দেখতে পাওয়া ব্যাক্তিকে খোঁজা হচ্ছে। অতি দ্রুত আমরা তাকে গ্রেফতার করতে পারবো।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সকালে নৌ পুলিশ বরিশাল নদী বন্দরে পারাবত-১১ লঞ্চের তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে সিআইডির দলসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে।