শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমীর খসরু: বলেছেন, আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আহবায়ক সজল, সদস্য সচিব কালা।।কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন কুয়াকাটায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কলাপাড়ায় ৫ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলবায়ু সুশাসন শক্তিশালী করণে তৃণমূলের ভূমিকা শীর্ষক সেমিনার গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্তদের আট দফা দাবিতে সংবাদ সম্মেলন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকদের ধর্মঘট আমরা আগামী ৫০ দিন সময় বেঁধে দিলাম শাসক নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির ম/র/দেহ উদ্ধার বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা
বরিশালের কাশীপুরে জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিবন্ধি সহ ৬ জনকে কুপিয়ে জখম!

বরিশালের কাশীপুরে জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিবন্ধি সহ ৬ জনকে কুপিয়ে জখম!

Sharing is caring!

বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ফজলে আলী কারী’র বাড়িতে জমিজমার বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী সহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে।

এঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানিয়েছে ভূক্তভুগী পরিবারের সদস্য মোঃ রাজ্জাক।

আজ ১১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ফজলে আলী কারী’র বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

মোঃ রাজ্জাক জানায়, স্থানীয় সালাউদ্দিন গং ও কালাম মীরা গংদের সাথে জমি নিয়ে দ্বীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছে। এঘটনায় বরিশাল আদালতে মামলা চলছে। গত ১০ সেপ্টেম্বর বৃহঃস্পতিবার আদালতে হাজিরা দিয়েছি আমরা। আজ সকাল ১০ টার দিকে মামলার বিবাদী সালাউদ্দিন গং ও কালাম মীরা গংরা ৩০-৪০ জনের সংঙ্গবদ্ধ দল আমাদের জমিতে জোড়পূর্বক ঘর নির্মান করতে আসে। এসময় আমার মামি অন্তঃসত্ত্বা খাদিজা বেগম ও শ্মৃতি বেগম জমি দখলে বাঁধা দিলে বিবাদীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর দেশীয় অস্ত্র, লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে আমার বৃদ্ধ নানু মকিমুন্নেছা ( ৭০), প্রতিবন্ধি ইব্রাহীম (৩৫), জাহাঙ্গীর (৫৫), শিমু আক্তার গুরুতর আহত হয়েছে।

অভিযুক্ত সালাউদ্দিন গংরা এক পর্যায়ে আমাদের ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ও নগত টাকা -স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। আহতদের চিকিৎসা দিতে দিবেনা বলে প্রতিপক্ষের লোকজন আমাদের গৃহবন্ধি করে রাখে।

বিষয়টি আমরা বিমানবন্দর থানায় জানালে এ,এস আই ইউসুফ তার পুলিশ ফোর্স নিয়ে এসে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।

এবিষয়ে এ,এস, আই ইউসুফ বলেন, ইব্রাহিমদের দখলে থাকা জমি সালাউদ্দিন গং ও কালাম মীরা গংরা আজকে জবর দখল করতে যায় আর দখলে বাঁধা দেয়ার জেরধরে প্রতিপক্ষের হামলার শিকার হয় প্রতিবন্ধি ইব্রাহীম, তার মা মকিমুন্নেছা ভাই জাহাঙ্গীর ও তার স্বজনরা ঐ তিনজনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় আমি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। হামলার ঘটনায় ইব্রাহিমরা মামলা করবে বলে জানিয়েছে।

বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন মিয়ার কাছে ফোনে জানতে চাইলে তিনি হামলার ঘটনা অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD