শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝড়া থানাধীন বেলুহার সাকিনস্থ ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাদ এর বসত বাড়ীর মধ্যে কতিপয় ব্যাক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গত ০৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৭.০৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১), পিতা- ডাঃ মোঃ মতিয়ার রহমান সেরনিয়াবাদ, সাং- বেলুহার, (২) সৈয়দ ফাইজুল ইসলাম(১৯), পিতা- সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাং- মোহনকাঠি, উভয় থানা- আগৈলঝড়া, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১) এর শয়ন কক্ষের খাটের নিচ হতে ০৩ টি চাইনিজ কুড়াল, ০২ টি রামদা, ০২ টি চাপাতি ও ০৩ টি ছুরি এবং ২নং আসামী সৈয়দ ফাইজুল ইসলাম(১৯) এর নিকট হতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।