শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি। অমাবস্যার ও নিন্মচাপের প্রভাবে আজ সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল মেঘনা নদীর পানি বিপদ সীমার ১.০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে করে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট ৪/৫ ফুট পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা সৃষ্টি হয়েছে ইলিশা লঞ্চঘাট এলাকায়। দুর্যোগপূর্ন আবহাওয়া হওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষèীপুর রুটের ফেরি চলাচল। চরম ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা। ২ পাড়ে আটকা পড়েছে শত শত পরিবহন। অপরদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়ি বাঁধের বাইরের ২০ গ্রাম। পানি বন্দি হয়ে পড়ে পড়েছে হাজারো মানুষ। জোয়ারের পানির চাপে হুমকির মধ্যে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি। পানি বন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। এদিকে অতি জোয়ারে বেশ কিছু পয়েন্ট বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে ।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আমবশ্যা ও উজানের পানির ঢলের কারনে পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার ইলিশা,কাচিয়া,ধনিয়া,শিবপুরএলাকায় ১৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।