শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
অমাবস্যার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে মেহেন্দিগঞ্জের মেঘনা, তেতুলিয়া, কালাবদর, মাসকাটা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধির ফলে নিচু এলাকার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের! পানিতে ডুবে ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ! ফসল ও বীজতলা ডুবে গেছে কয়েকশত হেক্টর জমির। ভেঙ্গে গেছে একাধিক বাঁধ সহ রাস্তাঘাট। পানিবন্ধী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ও গবাদি পশু। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী! চরম দূর্ভোগে পড়েছে নিন্মাঞ্চলের মানুষ। উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন গণমাধ্যমকে জানান, পানিবন্ধী মানুষদের বিভিন্ন সাইক্লোন সেল্টার সহ নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর পক্ষ থেকে তাদের জন্য বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।