শনিবার, ০৫ Jul ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, দেশে নির্বাচনের একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভোট নির্বাচন কমিশনের কাছে আমানত। কাজেই ভুল গণনার মধ্য দিয়ে সেই আমানত নষ্ট করা যাবে না।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব কথা বলেন তিনি। যারা ভোটের ফল ঘোষণা করবেন, তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় কথা বলেন সিইসি নুরুল হুদা।
কেএম নূরুল হুদা বলেন, আমরা প্রত্যক্ষ করেছি যে- সমগ্র দেশে নির্বাচনের একটি সুবাতাস, আবহ ও একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে তা প্রতিফলিত হচ্ছে। তারা অনবরত সভা-মিছিল করে যাচ্ছেন ও প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
সিইসি বলেন, সারা দেশের নির্বাচনমুখী সুবাতাস বলে দিচ্ছে-৩০ তারিখের পর নতুন সরকার গঠনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে।