শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি
বরিশালে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ওসির বিরুদ্ধে

বরিশালে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ওসির বিরুদ্ধে

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গভীর রাতে দুই মৎস্যজীবীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ কমিশনার (উত্তর) বরাবর অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী।

তবে অভিযোগ অস্বীকার করে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। তাদের মারধর নয় বরং ধমক দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

নির্যাতনের শিকার দুই মৎস্যজীবী হলো- কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড এলাকার মোঃ মানিক ও মোঃ সোহেল।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাউনিয়া এলাকার বাসিন্দা মৎস্যজীবী মানিক ও সোহেল সহ তাদের সহকর্মীরা নিজেদের লিজ নেয়া পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। এসময় কাউনিয়া থানার ওসি আজিমুল করিম এসে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং মানিক ও সোহেলকে পেটাতে পেটাতে বিবস্ত্র করে ফেলে। এসময় আজিমুল করিমের সঙ্গীয় ফোর্সরা তাদেরকে পেটাতে নিষেধ করা সত্বেও তিনি এলোপাথারি পিটিয়ে আহত করেন। পরে তাদেরকে হুমকি দিয়ে যান এই বলে যে এঘটনার কথা কাউকে জানালে ডাকাতি ও মাদক মামলা দিয়ে ধরিয়ে দেয়া হবে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীরা ওসি আজিমুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি অস্বীকার করে কাউনিয়া থানা পুলিশের ওসি আজিমুল করিম জানান, রাত পৌনে চারটার দিকে ওই দুই ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। পরে তাদের পরিচয় পত্র দেখতে চাইলে একজন তা দেখাতে পারলেও অন্যজন পারেনি। তাই তাদের ধমক দিয়ে পাঠিয়ে দেয়া হয়। তাদের কোনো মারধর করা হয়নি। এটা মিথ্যা অভিযোগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD