রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সরকারি বরিশাল কলেজের নামকরণ অশ্বিনী কুমার দত্তের নামে করার কার্যক্রম বন্ধের দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীরা।
রোববার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ আহম্মেদ মান্না উপস্থিত ছিলেন। আরও ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান প্রমূখ।
এদিকে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অশ্বিনী কুমার স্মৃতি সংসদ। এ
সময় তারা বলেন, কলেজটি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে স্থাপিত। এছাড়া বরিশালের শিক্ষা প্রসারে তার অবদান অনেক।
সংবাদ সম্মেলনে বরিশাল সনাক সভাপতি শাহ সাজেদা, প্রবীন আইনজীবী এসএম ইকবাল সহ বরিশাল সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।