শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে যৌতুক মামলার আসামিরা জামিন পেয়ে বাদীকে-গুম ও হত্যার হুমকি মহিপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২টি ট্রলিং বোট সহ ৮ জেলে আটক ট্রলারডুবির ৮ দিন পরে সৈকতে ১ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-৪ কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও’র অভিযান বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল।।পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
পাল্টাপাল্টি অবস্থানে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ও কর্মচারীরা

পাল্টাপাল্টি অবস্থানে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন ও কর্মচারীরা

Sharing is caring!

শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী ও ইন্টার্ন চি‌কিৎসকদের পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে বিরোধ তুঙ্গে উঠেছে। ইন্টার্ন চি‌কিৎসকরা চতুর্থ শ্রেনীর দুই কর্মচারীর বিচার আগামী ৭২ ঘন্টার ম‌ধ্যে না করলে কর্ম‌বিরতীর হুমকী দিয়েছে।

অপর‌দিকে দুই অ‌ফিস সহায়‌ককে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার দ্রুত বিচার না করা হলে আ‌ন্দোল‌নের হুম‌কি দিয়ে‌ছে চতুর্থ শ্রেনীর কর্মচারীরা।

শনিবার বেলা সা‌ড়ে ১১টায় হাসপাতাল প‌রিচাল‌কের কার্যালয়ে যান ইন্টার্ন চি‌কিৎসকরা। তারা হাসপাতালের দুই অ‌ফিস সহায়কের বিচার দাবী ক‌রেন। ৭২ ঘন্টার ম‌ধ্যে যথাযথ বিচার না পেলে কর্ম‌বিরতিতে যাওয়ার মতো কঠোর কর্মসূচী দেয়ার হুম‌কি দিয়েছেন তারা।

অপরদিকে হাসপাতা‌লের চতুর্থ শ্রেনীর কর্মচারী কল্যান সমি‌তির পক্ষ থে‌কে তাদের দুই অ‌ফিস সহাক‌কে ইন্টার্ন চি‌কিৎসক কর্তৃক মারধ‌রের ঘটনার বিচার দাবীতে প‌রিচালকের কাছে লি‌খিত আবেদন করা হয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারাও আন্দোলনের হুমকি দিয়েছেন।

এব্যাপারে হাসপাতালের প‌রিচালক ডাঃ বাকির হোসেন বলেন, ঘটনার তদন্তে হাসপাতালের উপ-প‌রিচালক ডাঃ জ‌সিম উ‌দ্দিন হাওলাদারকে সভাপ‌তি করে তিন সদস্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সাত কর্ম‌দিবসের মধ্যে তদন্ত শেষে প্র‌তিবেদন দিতে বলা হয়েছে। এই প্র‌তিবেদন অনুসারে নেয়া হবে যথাযথ ব্যবস্থা।

উ‌ল্লেখ্য, গত ২৮ জুন মধ্যরাতে হাসপাতালের করোনা ওয়ার্ডে চি‌কিৎসাধীন এক নারী ইন্টার্ন চি‌কিৎসককে দুই অ‌ফিস সহায়ক কর্তৃক উত্যাক্ত করার অ‌ভিযোগ ও‌ঠে। এঘটনা অন্যান্য ইন্টার্ন চি‌কিৎসকরা জনা‌লে ওই দুই অ‌ফিস সহায়ক দিদারুল ইসলাম ও নুরুল ইসলামকে ছাত্রাবাসে নি‌য়ে মারধর করা হয় বলে পাল্টা অভিযোগ ও‌ঠে। এই ঘটনায় গক বৃহস্প‌তিবার থে‌কে প‌রিচাল‌কের কা‌ছে পরস্পর‌কে দায়ী ক‌রে বিচার জা‌নি‌য়ে আস‌ছে উভয়পক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD